BengaliAll Time FavouritesPaar Bhanga Nodi Paar Bhanga Nodi- Timir Biswas

আমার পাড় ভাঙা এক নদী আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। আমার পাড় ভাঙা এক নদী আমি নৌকা হোতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। আমার পথের পাশে ধূলো আমার ঠিক নেই চাল-চুলো, তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গাছে। তোমার ভীষণ যাওয়ার তাড়া বাড়ী পাল্টে দিচ্ছে ভাড়া, তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও। আ আ আ.... আমি নৌকা বাঁধি সুরে জীবন বড্ড ভবঘুরে, তুমি পথের বাঁকে ছায়ার মতই প্রিয়। ভীষণ মেঘলা করা রাতে আমি বৃষ্টি লিখি হাতে, তুমি কথার মতো জলের ভেতর ঝরো। এই প্রথম বোঝার ভুলে সেলাই করছি মাস্তুলে, তুমি শক্ত ভীষণ শক্ত হাতে ধরো। আমার কথা ভাঙার বেলা পথে ঠুনকো অবহেলা, না হয় রইলো কিছু সময় অগোছালো। শুধু যাওয়ার বেলায় বলো আমায় বেসেও ছিলে ভালো, মেঘের দিব্ব্যি দিয়ে পুড়ছে বর্ষাকালও। আ আ আ....