BengaliAll Time FavouritesMahtim Shakib - Srabono Shondhay Mahtim Shakib - Srabono Shondhay
তুমি এসো মেয়ে
এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে
তুমি এসো মেয়ে
এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে
আমি জনম জনম তোমারই ছিলাম
জনম জনম তোমারই রবো
প্রসন্ন বা বিষন্ন কণ্ঠে
ভালোবাসি বলে যাবো
এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে
আমি তোমার নামে লিখেছি জীবন
তুমি শত সুখেরই পবন
হারিয়ে যাওয়ার খোলা জানালা
এক জীবনে এতটা আপন
এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে